আজমিরীগন্জে সংঘর্ষেে নারীসহ আহত ৩০; আবারও হামলার আশঙ্কা

আজমিরিগঞ্জ ( হবিগন্জ) প্রতিনিধিঃ হবিগন্জের আজমিরিগঞ্জের শিবপাশায় জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের মহিলাসহ উভয় পক্ষের ৩০ জনেরও বেশি লোক আহত হয়েছে৷ ঘটনাটি ঘটেছে ১৫ আগস্ট শনিবার দুপুর ১ টায়।

সূত্র জানা যায়, শিবপাশা গ্রামের তাতিপাড়া মহল্লার আব্দুল আহাদ চৌধুরী কাচু মিয়ার সাথে পাশ্ববর্তী জাফু মিয়া ও শিপন মিয়ার জায়গা সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল।
আব্দুল আহাদ কয়েক মাস আগে প্রতিপক্ষের বিরুদ্ধে আজমিরিগঞ্জ থানায় একটি জিডিও করেন৷ এরই জেরে জাফু মিয়া ও শিপন মিয়ার লোকজনরা আব্দুল আহাদ কাচুর ভাইকে মারধর করে৷ পরবর্তীতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে৷ সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়৷ গুরুতর আহত জয়তারা বিবি ( ৪০),আবু তাহের (৩৫),নজরুল ( ৫২), হামিদুল ( ৩৫) ও আব্বাস মিয়া( ৬০) কে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
এদিকে আব্দুল আহাদ কাচু অভিযোগ করেন প্রতিপক্ষ জাফু মিয়া গংকে আওয়ামীলীগের একজন বড় নেতা দলীয় প্রভাব খাটিয়ে শেল্টার দিয়ে যাচ্ছেন৷ প্রতিপক্ষের লোকজনরা দেশীয় অস্ত্র বাড়িঘরে মজুদ করছে। যেকেনো মুহুর্তে তাদের বাড়িঘরে হামলা রক্তপাত ঘটানোর পায়তারা করছে প্রতিপক্ষের লোকজন।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বাহুবলে পানিতে ডুবে প্রাণ গেল দুই চাচাতো ভাইবোনের

বানিয়াচংয়ে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার, ১৭ বছর পর ঠাঁই হলো কারাগারে

ইংলিশ কুইজে জেলায় শ্রেষ্ঠ গরীব হোসেন প্রাইমারি স্কুলের ফাইভের শিক্ষার্থী আয়াত

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান