করোনার ফলে জাতীয় শোক দিবসে নবীগন্জে অনলাইন সাংস্কৃতি অনুষ্ঠান

রোখসানা আক্তার, নবীগঞ্জ (হবিগঞ্জ)  থেকে।।। জাতীয় শোক  দিবস উপলক্ষে হবিগঞ্জের নবীগন্জে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে  অনলাইনের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন  করা  হয়েছে।

উপজেলা নির্বাহী  কর্মকর্তা  শেখ  মহিউদ্দিন  জানান, বঙ্গবন্ধুর ৪৫ বছর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক  অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। কিন্তুু করোনা পরিস্থিতিতে  সাংস্কৃতিক অনুষ্ঠান  আনুষ্ঠানিকভাবে  করা সম্ভব  হবে না। তাই অনলাইনের মাধ্যমে  সাংস্কৃতিক অনুষ্ঠান  এর আয়োজন  করা হয়েছে। তিনি  বলেন আগ্রহী প্রতিযোগীরা ভিডিও  ধারণ  করে  আজ ১২ ই আগস্ট রাত  ১০ টার ভিতরে  ইমেইল  পাঠাতে  হবে। অনুষ্ঠানটি ২ টি গ্রুফে অনুষ্ঠিত হবে ( ৭ মার্চের ভাষণ, কবিতা  আবৃত্তি এবং সংগীত)  তিনটি  বিষয়ের মধ্যে। ১ম গ্রুপটি ১ম-৭ম শ্রেণি পর্যন্ত, ২য় গ্রুপটি ৮ম-১০ম শ্রেণি  পর্যন্ত । প্রতিযোগীরা  নিজ নিজ ঘরে  বসে অংশগ্রহন করে  তার ভিডিও  চিত্র উপজেলা  নির্বাহী অফিসার বা মাধ্যমিক  শিক্ষা অফিসার /প্রাথমিক শিক্ষা অফিসার বা Unonabigonj1971@gmail.com/Unonabigonj@mopa. gov.bd  তে পাঠাতে  হবে। আগ্রহী প্রতিযোগীরা একাধিক  বিষয়ে অংশ  গ্রহন করতে পারবে।তবে  প্রতিযোগীদের সকল তথ্য  সঠিক ভাবে দিতে হবে।১৩ ই আগস্টের মধ্য  ফলাফল  প্রদান করা হবে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

নবীগন্জে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ; এসিল্যান্ড সুমাইয়ার মোবাইল কোর্টে অর্থদন্ড

বাহুবলে সীমানার পাকা বাউন্ডারি ভেঙ্গে জায়গা দখলের চেষ্টা

আজমিরীগঞ্জে  অগ্নিকান্ডে  ১২টি দোকান ভস্মীভূত: ঘটনাস্থল ইউএনও’র পরিদর্শন