নবীগন্জে ৫০ হাজার টাকা চাদা দাবীকালে ভূয়া সিআইডি আটক

রোখসানা আক্তার, নবীগন্জ(হবিগঞ্জ) থেকে।। নবীগন্জ উপজেলার ইনাতগন্জ বাজারে ভুয়া সিআইডি ধরা পড়েছে।
১১ আগস্ট মঙ্গলবার বিকালে ইনাতগন্জ বাজারে মা ফার্মেসীতে নকল সিআইডি কে আটক করেছে ফার্মেসীর মালিক অনিক রায়। প্রেসস্ক্রিপসন ছাড়া ঔষধ বিক্রির জন্য মা ফার্মেসীতে নকল সিআইডি ৫০ হাজার টাকা জরিমানা করেছে, ফার্মেসীর মালিক ২ হাজার টাকা জরিমানা দিয়েছেন।কিন্তু মালিক অনিক রায়ের সন্দেহের কারণে গ্রামবাসীর সহায়তায় সিআইডি কে আটক করেছে। খবর পেয়ে ইনাতগন্জের ফাঁড়ি পুলিশ এসআই শাহজাহান , আব্দু সামাদ আজাদ সহ ইনাতগন্জ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।এ সময় আব্দু সামাদ আজাদ জানান, একমাস আগে বাহুবল বাজারে সেনাবাহিনীর পরিচয় দিয়ে প্রতারনাকালে ধরা পড়েছিল এবং তাকে কারাগারে বন্দী করা হয়েছিল। এই অপরাধী ব্যক্তি রংপুর জেলার কোয়াতলী থানার বাবুখা গ্রামের আব্দুল আলীর পুত্র শোভন মাহমুদ (৩০)। জেল থেকে বের হয়ে আবার প্রতারনা শুরু করেছে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে ভুমিহীন সাদিয়ার ঘর জা’য়ের দখল,রক্তপাতের সম্ভাবনা

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

নবীগঞ্জে অটোরিক্সা চালক সেজু হত্যাকান্ডে জড়িত সন্দেহে উমেদ নগরের শোয়েব গ্রেফতার

২৬ শে মার্চ উপলক্ষে বানিয়াচংয়ে পুলিশের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কাগাপাশা

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান