হাওরে একে অপরের গলায় জড়ানো পিতা পুত্রের লাশ

শোভা আক্তার, মুরাদপুর, বানিয়াচং (হবিগন্জ) থেকে ; হবিগন্জ জেলার বানিয়াচং উপজেলার মুরাদপুর হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া পিতা আলীনুর মিয়া (৪৮) ও শিশুপুত্র খোকন (৫) কে একে অপরের গলায় জড়ানো অবস্থায় পানিতে ভেসে উঠা লাশ উদ্ধার করেছেন আত্মীয় স্বজনরা। বুধবার ৫ অাগস্ট ভোরে মরদেহগুলো উদ্ধার করা হয়।
জানা যায় আজমিরীগন্জ শিবপাশা গ্রামের আলী নুর মিয়া ১৩ জন সদস্য নিয়ে তার শ্বশুর বাড়ি রহমতপুরের উদ্দেশ্যে নিজস্ব ইঞ্জিন চালিত ডিংগি নৌকা নিয়ে যাত্রা শুরু করেন।৪ আগস্ট ১২ : ৪৫ মিনিটে তালেবপুর ও রহমত পুরের মধ্যে পাঁচ কেরি বন নামক নদীতে ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এদের মধ্যে ১৩ জন সদস্যের মধ্যে ১০ জন জন সদস্য জীবিত উদ্ধার করা হয়। একজন মহিলার মরদেহ উদ্ধার করা হয় ও দুই জন কে খুজে পাওয়া যায়নি। মৃত ব্যক্তি মোছাঃ দুলেনা আক্তার (২৮)পিতা আব্দুল আউয়াল। নিখোঁজ ব্যক্তি আলি নুর মিয়া (৪৮) পিতা আব্দুল আউয়াল এবং খুকন মিয়া(৫) পিতা আলি নুর মিয়া সাং শিবপাশা ( হুকুরা)।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে আনসার ও ভিডিপির উদ্যোগে ৩ শত সদস্যকে ত্রাণ সহায়তা

এলাকায় ব্যাপক উন্নয়ন করায় এমপি আব্দুল মজিদ খানকে বিশাল সংবর্ধনা

বানিয়াচংয়ে সন্ত্রাসী হামলায় আহত মহিবুরের অবস্থার অবনতি: ঢাকায় প্রেরনের প্রস্তুতি