নবীগন্জ বড় ভাকৈর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা

রোখসানা আক্তার, নবীগন্জ(হবিগঞ্জ) থেকে; সাত থেকে আটটি গ্রাম নিয়ে ২ নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন। এই ইউনিয়নে একটি মাত্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে যা জনসংখ্যার তুলনায় খুবই নগন্য। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে থেকে সাক্ষাৎকার নিয়ে জানা যায় যে, এটিতে বিভিন্ন সমস্যা রয়েছে। অগ্নিশিখা ভট্টাচার্য (FWB),ঝরনা আক্তার ( প্যারামেটিক) এবং মতিয়া চৌধুরী ( আয়া) দায়িত্বরত ব্যাক্তিগন জানান যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডেলিভারির সিট সংখ্যা ২ টি মাত্র, আর রোগীর সংখ্যা একইসাথে ৪-৫ জন হয়ে যায় । এই অবস্থায় রোগীদের কে সিট ছাড়া মেঝেতে ওও ডেলিভারি করতে হয় এবং রোগীর তুলনায় চিকিৎসক এর স্বল্পতার কারণে রোগীদেকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সিট সংখ্যা এবং চিকিৎসক এর সংখ্যা বাড়নো দরকার বলে দায়িত্বরত ব্যাক্তিরা জানান।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

নবীন ও প্রবীন সাংবাদিকদের সমন্বয়ে বানিয়াচং উপজেলা রিপোর্টার্স ইউনিটি পূণর্গঠন

লাখাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই ও বিপণন, সংসলিষ্ট কতৃপক্ষ নির্বিকার

দিরাইয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ২৫ : ভাংচুর অগ্নিসংযোগ