নবীগন্জ শৈলা রামপুরে ৪ শতাধিক বাড়ি-ঘর প্লাবিত; ত্রাণ সহায়তার দাবী

রোখসানা আক্তার, নবীগঞ্জ (হবিগন্জ) থেকে ; হবিগন্জ জেলার নবীগন্জ উপজেলাস্থ ২নংবড়ভাকৈর(পূর্ব) ইউনিয়নের শৈলা-রামপুরের প্রায় ৩শ থেকে ৪শ টি বাড়ি পুরোপুরি বন্যায় প্লাবিত হয়েছে। ২-অাগস্ট গ্রামটি সরজমিনে পরিদর্শন করে জানা যায় যে, বেশিরভাগ লোকজন আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে এবং কিছু পরিবার নিজ বাড়িতেই মাচা বেঁধে বসবাস করছেন।তারা জানায় যে, অনেক দিন যাবত বন্যা থাকায় তাঁরা গরু,ছাগল এবং হাঁস -মুরগি নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।বন্যার পানি এখন কমতির দিকে থাকলেও, ঔই এলাকার পানি কমতে আরও ১-২ মাস সময় লাগবে।তারা আরও জানায় যে বন্যা থাকা অবস্থায় কোন ধরনের ত্রাণ পায়নি।একই ইউনিয়নের রামপুর গ্রামের, ইসলামপাড়া মহল্লার ৭ থেকে ৮০ টি ঘরবাড়ি পুরোপুরি বন্যায় তলিয়ে গেছে ।তারা অনেকে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং কিছু পরিবার আশ্রয় কেন্দ্রে আাশ্রয় নিয়েছেন। অসহায় পানিবন্দীরা পর্যাপ্ত ত্রাণ দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানিয়েছেন। ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া জানান বন্যা দূর্গতদের ত্রাণ সহায়তা অব্যাহত আছে। আগামীতেও ত্রাণ দেয়া অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বাহুবলে ট্রমা সেন্টার ৮ বছরেও চালু না হওয়ায় ৩ কোটি ১৮ লাখ টাকা অকেজো

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে আনসার বাহিনীর ডিজি’র পক্ষে ত্রাণ বিতরণ

আজমিরীগঞ্জে ভয়াবহ সংঘর্ষে পুলিশ সহ আহত অর্ধশতাধিক৷পুলিশের ভূমিকার প্রশংসা