করোনা এবং বন্যার কারনে বানিয়াচংয়ের ব্যবসায়ীদের মাথায় হাত

বানিয়াচঙ্গে হাট বাজার গুলোতে নেই ক্রেতা ব্যবসায়ীদের মাথায় হাত। কোরবানির ঈদের বাকি অার মাত্র একদিন কিন্তু বানিয়াচংয়ের হাট বাজার গুলোতে নেই ক্রেতাদের সমাগম ।পানের টঙ্গি দোকান থেকে শুরু করে মুদি দোকান কসমেটিক এর দোকান কোথাও নেই কোন ভিড়। কাপড়ের দোকান গুলোতে একেবারে ক্রেতা নেই বললেই চলে।বড় বাজার কাপড়ে দোকানের ব্যবসায়ী। ঢাকা ক্লথ ষ্টোর, রুজি ষ্টোর ক্লথ।, লাকি ছিটঘর। এর মালিকদের সাথে কথা বললে তারা জানান এমন সংকট ব্যবসায়ীদের কোনদিন অাসেনি। শাহজালাল মাকেটের কাপড়ের ব্যবসায়ীরা জানান।করোনা মহামারীর জন্য ব্যবসায়ীদের খুব খারাপ সময় যাচ্ছে তার পরও কোরবানির ঈদকে সামনে রেখে আশায় বুক বেধে ছিলেন ব্যবসায়ীরা কিন্তু সেই গুরেও বালি ক্রেতা নেই। গেইমস খেলে ইউটিউব দেখে অলস সময় কাটাচ্ছেন দোকান কমচারীরা। দৈনিক ভোরের কাগজের এর বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন ও সংবাদকমী মোহাম্মদ হাসান এর কাছে ব্যবসায়ীদের এমন সংকটের কারণ জানতে চাইলে তারা বলেন একদিকে করোনা অন্য দিকে বন্যা। এই দুই কারণে ব্যবসায় এমন সংকট বলে মনে করেন তারা।

প্রতিবেদক ; বাপ্পন চন্দ্র দেব। সভাপতি সংবাদপত্র হকার সমিতি, বানিয়াচং হবিগঞ্জ।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

ডিআইজি মফিজ উদ্দিনকে হবিগঞ্জ জেলা পুলিশের বদলী জনিত বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

লাখাইয়ে ভাঙ্গা ঝুপড়িতে জীবন চলে কামাল রবিদাসের,মেলেনি সরকারী সহায়তা

জোড়াতালি দিয়ে চলছে বানিয়াচংয়ে শুটকি ব্রীজ,ঘটতে পারে দুর্ঘটনা

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান