সাংবাদিকদের সাথে বানিয়াচং থানা পুলিশের মতবিনিময় ॥ মাদক নির্মুলের অঙ্গীকার

জীবন আহমেদ লিটন ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে কর্মরত বানিয়াচং প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিয়ম সভা করেছে বানিয়াচং থানা প্রশাসন।

সোমবার ২০ জুলাই বিকাল ৪ টায় থানা চত্তরে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে ও পুলিশের উপ-পরিদর্শক আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ও বানিয়াচং সার্কেল শেখ মোঃ সেলিম।

অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম তার বক্তৃতায় বলেন পুলিশ সাংবাদিক মিলেমিশে কাজ করলে বানিয়াচং উপজেলাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, আসুন সাংবাদিক পুলিশ ও জনতা ঐক্যবদ্ধ হয়ে বানিয়াচং উপজেলাকে মাদক ও দাঙ্গামুক্ত এলাকা হিসেবে গড়ে তুলি।

বিশেষ অতিথির বক্তৃতা করেন বানিয়াচং প্রেসক্লাবের প্রধান উপদেষ্ঠা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া, সেক্রেটারী খলিলুর রহমান খলিল, সাংবাদিক ইমদাদুল হোসেন খান, রায়হান উদ্দিন সুমন, মখলিছ মিয়া প্রমুখ।

উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের বিভিন্ন জাতীয় পত্রিকা, টিভি চ্যানেল এর ৪৫ জন সাংবাদিক।

 

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বাহুবলে ট্রাকের সাথে পিকআপ ভ্যানের ধাক্কা,চালক হেলপার গুরুতর আহত

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

সেই ভিখারিনীকে খাবার দিলেন আওয়ামীলীগ নেতা রুয়েল

প্রধানমন্ত্রীর উপহার বাড়ি পেতে ৪ ভিখারিনীকে চেয়ারম্যানের কাছে যেতে বললেন ইউএনও