বানিয়াচংয়ে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড ইফফাত আরা

জীবন আহমেদ লিটন -হবিগঞ্জের বানিয়াচংয়ে এক মাদক সেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির ভ্রাম্যমান আদালত।
১৬ জুলাই বৃহস্পতিবার সন্ধা ৬টার সময় উপজেলার ইকরাম গ্রামে মাদকদ্রব্য সেবন এবং নিনিজ রাখার অপরাধে একই গ্রামের মৃত মহরম আলীর পুত্র  মানিক মিয়া(২০) কে গ্রেফতার করে পুলিশ। পরে তাৎক্ষনিক এলাকার জনতার সামনে সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ইফফাত আরা জামান উর্মির ভ্রাম্যমান আদালতে অপরাধীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)গ ধারা লঙ্ঘন করায় আসামীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বানিয়াচং থানার এস আই (নিঃ) সোহেল আহম্মেদ এবং সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নিঃ) ধ্রুবেশ চক্রবর্ত্তী সঙ্গীয় ফোর্স।উলেখ্য- অপরাধী মানিকের মা আদালতে পুত্রের বিরুদ্ধে স্বাক্ষী প্রদান করেন।
Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে শিশু চালকের হাতে ব্যাটারি চালিত মিশুকের স্টিয়ারিং

সাবেক দুই মন্ত্রীকে নিয়ে কটুক্তি: বানিয়াচংয়ে ডিজিটাল নিরাপত্তা মামলায় আটক ১

বানিয়াচং বড়বাজার প্রাইমারী স্কুলে শিশু দিবস পালন ও মা সমাবেশ