আজমিরীগঞ্জে বন্যার আশঙ্কা

ফখরুল ইসলাম, হবিগঞ্জ; জমিরীগঞ্জ উপজেলা কাটাখালী বদলপুর ইউনিয়নেভেরীবাঁধ উপচে নদীর পানি প্রবেশ করেছে গ্রামে,এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

পানিবন্ধি হয়ে ভয়ংকর ক্ষতির মুখোমুখি এলাকার কৃষকরা।
যাতায়াত, যোগাযোগহীনতায় ভোগছে প্রায় ৫শতাধিক পরিবার।
১ জুলাই ২০২০ সন্ধ্যা থেকে কালনি নদীর বাধ উপচে দ্রুতগতিতে পানি বেড়ে বিপদ সংকেত দেখা দিয়েছে।আর এই এলাকার পাশ দিয়ে প্রবাহিত কালনি নদী।

এলাকার কৃষকরা দৈনিক অনুসুন্ধান কে জানায় যে বদলপুর ইউনিয়নে আউশ ধান চাষ হয়। আর এই আউশ ধানের বীজ বপন করার একমাত্র উপযোগী সময় এখন।
চারদিক পানিতে তলিয়ে যাওয়ায় কোথায়ও বীজ বপনের স্হান পাওয়া যাচ্ছে না।
আর যে দ্রুতগতিতে পানি বাড়ছে আউশ ধান চাষ করার সুযোগ আর হবে বলো মনে হয় না।
এই দুর্যোগপূর্ণ এলাকায়
জনপ্রতিনিধিদের সহযোগিতার আশায় এলাকাবাসী।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

ব্যাপক উন্নয়ন করায় এমপি  মজিদ খানকে বানিয়াচং ইফা শিক্ষক সমিতির উষ্ণ সংবর্ধনা

বানিয়াচংয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে মডেল প্রেসক্লাব

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

চীনের সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করলেন বানিয়াচংয়ের পাপড়ি

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান