তরুন সাংবাদিকদের আইডল-চার সাংবাদিকের কথা

সুজন মিয়া, : বৈশ্বিক মহামারী করোনা আগমনের পর থেকেই গা ঢাকা দিয়েছেন অনেক সাংবাদিক।বলতে গেলে বলতে হবে করোনা পরিচয় দিলো প্রকৃত সংবাদ কর্মীদের। সাধারন মানুষ যখন অসহায় করোনা আতংকে।প্রায় আড়াই মাস যখন মানুষ গৃহবন্ধি তখনও সংবাদ মাধ্যম গুলোর হাল ধরে রেখেছেন যে সকল সাংবাদিকরা তাদের এই অবদানের কথা কখনো ভুলা যাবেনা।

বলছি হবিগন্জ জেলার বানিয়াচং উপজেলার কয়েকজন গুণী সংবাদ কর্মীদের কথা, যারা নিজেদের জীবন বাঁজি রেখে প্রতিটি মুহুর্তে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন করোনা সংক্রান্ত মুল্যবান খবরাখবর।অসহায় দরিদ্রদের বাস্তব চিত্রের খবর প্রকাশ করার মাধ্যমে দাড়িয়েছেন হাজারো অসহায় মানুষের পাশে।

করছেন সচেতন,এবং দাংঙ্গা হাঙ্গামা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে প্রতিষ্টা করেছেন আইনের শাসন।যাদের শুদ্ধ সংবাদ চর্চার লিখনিতে উপকৃত হয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং ফুটে উঠেছে দেশ ও জাতির উন্নয়ন। আমি সেইসব বানিয়াচংয়ের কলম সৈনিকদের কথা বলছি,যারা কখনো অন্যায়ের কাছে মাথা নথ করেননা।তাদের মধ্যে রয়েছেন দৈনিক কালের কন্ঠ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ আলী সাহেদ, দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন, দৈনিক মানবজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া, সাহিত্য পত্রিকা দৈনিক তরঙ্গ ও তরঙ্গ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক শিব্বির আহমদ আরজু।

উলেখ্য-তাঁদের কর্মমুখর সাংবাদিকতা জীবন বহুমাত্রিকতায় পরিপূর্ণ।সাংবাদিকতার প্রথম পর্যায়ে ওনারা ব্যতিক্রমী বিভিন্ন প্রতিবেদন ও ফিচার লিখে খ্যাতি অর্জন করেন।সাংবাদিকতায় গৌরবজনক অবদানের কারনে আজ তরুন শিক্ষানবিশ সাংবাদিকদের আইডল হয়ে হৃদয়ে স্থান করে নিয়েছেন তাঁরা।দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিভিন্ন সংবাদপত্রে নানা পদে দায়িত্ব পালন করেছেন ওইসব গুণী সাংবাদিকরা। তাদের ক্ষুরধার লিখনির মাধ্যমে অতীতে যেভাবে সমাজ, দেশ ও জাতি উপকৃত হয়েছেন আগামীতেও এ ধারা অব্যাহত থাকুক সেই প্রত্যাশা রইল।

লেখক-

বার্তা সম্পাদক

দৈনিক অনুসন্ধান (অনলাইন) পত্রিকা।

 

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

নবীগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিলে ক্লাবের ভবন নির্মানের ঘোষণা দিলেন শেখ সুজাত

এডভোকেট তুহিন হবিগঞ্জের সংবাদ’র আইন উপদেষ্টা নিযুক্ত

বানিয়াচংয়ে এসিল্যান্ড সাইফুল ইসলামের মোবাইল কোর্ট : ২ ব্যবসায়ীকে অর্থদন্ড

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান