মৎস্য অফিসের উদ্যোগ : বানিয়াচংয়ে ভ্রাম্যমান মাছ বাজার পরিদর্শনে এমপি মজিদ খান

জীবন আহমেদ লিটন ॥ করোনাভাইরাস সংক্রমন রোধ ও জনসাধারণকে ঘরমুখী রাখতে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহম্মদ আলম ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন। মানুষ যাতে করে ঘরে বসেই মাছ ক্রয় করতে পারেন সে জন্য পাইলট কার্যক্রম হিসেবে একটি ভ্রাম্যমান মাছ বাজার চালু করেছেন।

মঙ্গলবার (৯ মে) বিকালে ওই মাছ বাজারটি স্থানীয় উপজেলা পরিষদ মাঠে এসে পৌঁছলে বাজারটি পরিদর্শন করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ এ্যাডভোকেট আব্দুল মজিদ খান। তিনি এসময় ওই ব্যবসায়ীর খোঁজ খবর নেন এবং উপজেলা মৎস্য অফিসের এ জনহিতকর কাজের ভূয়সী প্রশংসা করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার প্রমুখ। সহযোগিতায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম।

দৈনিক অনুসন্ধান নিউজ পোর্টালকে বানিয়াচং উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, প্রাথমিকভাবে একটি ভ্রাম্যমান মাছ বাজার চালু করা হয়েছে। তিনি বলেন চলমান কোভিড-১৯ মোকাবেলায় সামাজিক দুরত্ব নিশ্চিতকরনে বানিয়াচং ফিসারিজ প্রডিউসার অর্গানাইজেশন এনএটিপি-২ এর আওতায় নিরাপদ ভ্রাম্যমান মাছ বাজার বানিয়াচং উপজেলায় চালু করা হয়েছে।

মোহাম্মদ আলম আরও বলেন পরীক্ষামুলক একটি বাজার আপাতত ভেনগাড়ীর মাধ্যমে চালু করা হয়েছে। পরবর্তীতে এর সুফল ও ব্যবসায়ীর মুনাফা হলে আরও বাজার চালু করার পরিকল্পনা রযেছে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

প্রধানমন্ত্রীর উপহার : ১২ শ -দরিদ্রদের চাউল দিলেন চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান

প্রবীন সাংবাদিক মরহুম হাফেজ সিদ্দিকের সহধর্মিণীর মৃত্যুতে মডেল প্রেসক্লাবের শোক

  মুরাদপুর বাধন সমাজকল্যাণ সংস্থার মহানুভবতা ॥ ৫শ বন্যার্তদের খাবার বিতরণ