স্বাস্থ্যবিধি মেনে ট্রেন আসলো জয়দেবপুর

মোঃ রাসেল মিয়া গাজীপুর প্রতিনিধি : প্রায় ২ মাস বন্ধ থাকার পর সরকারি নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে রোববার সকাল ১১ টার সময় জয়দেবপুর রেলস্টেশন ট্রেন আসলো মাএ ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়ে আসে। এ সময় ট্রেনের স্টাফ ও যাত্রীদের যথাযথ নিয়ম মেনেই চলাচল করতে দেখা গেছে।
জয়দেবপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জানান সরকারি নির্দেশনা মোতাবেক সকল টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হয়েছে। ট্রেন ছাড়ার ঘোষণার মাত্র ৭ মিনিটের মধ্যেই বরাদ্দকৃত সকল টিকিট বিক্রি হয়ে যায়।
স্টেশন মাস্টার আরো জানান, স্টেশনে অতিরিক্ত কোন যাত্রী প্রবেশ করতে দেয়া হয়নি। আমরা শনিবার থেকেই নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য প্রচারণা চালিয়ে ছিলাম।
অপরদিকে বিভিন্ন কাজে যাওয়া যাত্রীরা ট্রেন সাভিস চালুর জন্য সরকারকে ধন্যবাদ জানান। যাত্রীরা সরকারের এ উদ্যোগকে স্বাধুবাদ জানিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ জানান ।

 

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

কালীগঞ্জে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।

কালিয়াকৈরে হতদরিদ্র কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

সারাদেশের জেলায় ও বিদেশে সংবাদকর্মী নিয়োগ চলছে