বানিয়াচংয়ে পেটে ব্যথা নিয়ে হাসপাতালে পিআইও মলয় কুমার

জীবন আহমেদ লিটন- হবিগন্জের বানিয়াচং উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার মারাত্বক পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।টানা আড়াই মাস করোনার ভয়াল থাবা থেকে মানুষকে বাঁচাতে খাদ্য পৌছে দেওয়াসহ জনসেবার দায়িত্ব পালনে যে মানুষটা দাড়িয়েছেন সাধারন খেটে খাওয়া মানুষের পাশে সেই মানুষটি আজ গুরুতর অসুস্হ।
জানা যায় রবিবার ভোরে পেটের বাম পাশে প্রচন্ড ব্যথা শুরু হয় মলয় কুমারের,পরে অবস্থার অবনতি হলে ষ্টাফদের সহযোগিতায় তাৎক্ষনিক বানিয়াচং হসপিটালে ভর্তি হন।তিনি বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃআবুল হাদি মোঃ শাহপরানের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এব্যপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ আবুল হাদি মোঃ শাহপরান জানান-ওনার পেটের বামপাশে প্রচন্ড ব্যথা ছিলো,চিকিৎসার পর বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।তবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর বুজা যাবে পেটে কোন প্রকার ইনফেকশন রয়েছে কিনা।
Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

আদালত জামিন দিলেও বাঁচতে দিলনা ঘাতক ট্রাক

লাখাইয়ে কর্মকর্তা,কর্মচারী সংকটে মাধ্যমিক শিক্ষা দপ্তরে স্থবিরতা

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচং সোনালী ব্যাংক ম্যানেজার স্বাক্ষর রায় করোনায় আক্রান্ত