করোনায় শিক্ষার্থীদের সীমাহীন ক্ষতি হচ্ছে : বানিয়াচং হাফিজ কল্যান সোসাইটি

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং হাফিজ কল্যান সোসাইটির সাধারন সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০ টায় সোসাইটির কার্যালয়ে হাফেজ আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল হকের পরিচালনায় সভায় বক্তারা বলেন, করোনা মহামারীতে গোটা বিশ^ স্থবির হয়ে পড়ছে। প্রায় ৩ মাস যাবত মানুষ ঘরবন্ধি। কর্মস্থল ও ব্যবসা প্রতিষ্টান বন্ধ থাকায় লাখ লাখ মানুষ অসহায় হয়ে পড়ছে। নি¤œ আয়ের লোকজন দিশেহারা। মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্টান বন্ধ থাকায় শিক্ষার্থীদের সীমাহীন ক্ষতি হচ্ছে। বিশেষ করে দেশের হাফিজিয়া মাদরাসার ছাত্রদের ক্ষতি হচ্ছে অপুরনীয়।
নেতৃবৃন্দ বলেন, মানুষের অবাধ পাপাচারের কারনেই আল্লাহ তায়ালার এই গজব। করোনানামক মহামারী থেকে মুক্তি পেতে হলে মহান আল্লাহ তায়ালার দরবারে বেশী বেশী তাওবা করতে হবে। মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। দরিদ্র ও অসহায় মানুষের পাশে সরকারের পাশাপাশি সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে দ্রুত খুলে দিতে হবে মাদরাসাসহ সাধারন শিক্ষা প্রতিষ্টান।
প্রানবন্ত সাধারন সভায় বানিয়াচং হাফিজ কল্যান সোসাইটির নিয়মিত কার্যক্রম, সদস্যদের নির্ধারিত চাদা আদায়, সাগরদিঘির পুর্ব পাড়ে সোসাইটির নিজস্ব জমিতে মদিনা ইন্টারন্যাশনাল হাফিজিযা মাদরাসা প্রতিষ্টার অগ্রগতি, হিফজ ছাত্র ও নবীন হাফেজদের প্রশিক্ষন, বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন ও করোনা মহামারীতে সোসাইটির করনীয়সহ সার্বিক বিষয়ে নেতৃবৃন্দগন বিশদ আলোচনা করেন।
এ সময় বক্তব্য রাখেন সহ সভাপতি হাফেজ বদরুল আলম, সহ সভাপতি হাফেজ মকবুল হোসাইন, নির্বাহী সদস্য হাফেজ নুরুল আমীন, হাফেজ মো. আশিকুল ইসলাম, হাফেজ জহির উদ্দিন সোহেল, হাফেজ আব্দুল মুকিত সালেহ, হাফেজ মোঃ আল- আমীন, হাফেজ আবু সালেহ, হাফেজ ফজলুর রহমান দুলাল, হাফেজ বুরহান উদ্দিন, হাফেজ মাওলানা আবু সালেহ মিছবাহ, হাফেজ রুহুল আমীন প্রমুখ।
দীর্ঘ আলোচনা শেষে আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী (রহ.), শায়খ আব্দুল মুমিন পুরানগাও (রহ.) এর মাগফিরাত কামনা ও বাংলাদেশসহ মুসলিম উম্মার কল্যানে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সোসাইটির সম্মানীত সভাপতি হাফেজ মোঃ আনোয়ার হোসেন সুমন।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

স্কুল পরিদর্শণকালে কাশেম চৌধুরী : যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাবো

বানিয়াচংয়ে ভিপি ভুমি থেকে গাছ কর্তনকালে জব্দ, বেঁচে গেল সরকারী রাজস্ব

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ে আনসার ও ভিডিপির উদ্যোগে ৩ শত সদস্যকে ত্রাণ সহায়তা