বানিয়াচংয়ে দুঃস্থ সেনা বীর মুক্তিযোদ্ধাকে বাসস্থান উপহার

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দুঃস্থ ও গৃহহীন বাংলাদেশ গেজেট অন্তর্ভক্ত এক বীর সেনা মুক্তিযোদ্ধাকে বাসস্থান উপহার প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তিনি কর্পোরাল (অবঃ) মোঃ সিরাজুল ইসলাম।

শনিবার (২৩ মে) দুপুর ১২ টায় বানিয়াচং উপজেলায় ওই বীর সেনা মুক্তিযোদ্ধাকে আনুষ্ঠানিকভাবে গৃহটির দলিলাধি সমজিয়ে দেন সিলেট সেনা নিবাস ৩২ বীর এর সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট আজওয়াদ ফাইয়াজ। পরে ফিতা কেটে ঘরে বসবাসের শুভ উদ্বোধন করা হয়।

এর আগে ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ও সেনাবাহিনীর ব্যবস্থাপনায় গৃহটি টেকসই ও মনোমুগ্ধকরভাবে নির্মাণ করা হয়।

এসময় উপকারভোগী সেনা বীর মুক্তিযোদ্ধা কর্পোরাল (অবঃ) মোঃ সিরাজুল ইসলাম বলেন আমাকে একটি বাসস্থান উপহার দেয়ায় আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সেনাবাহিনীর পক্ষ থেকে বাসস্থান উপহার দেয়ার সময় অন্যান্য সেনা সদস্যরাসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেহাছ মিয়া,ইউপি সদস্য লালুু মিয়া ও স্থানীয় ইলেক্ট্রনিক্স প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

গ্রাম্য মাতব্বরদের বেআইনি কান্ড : নবীগঞ্জের নিরীহ পরিবারকে একঘরে

নির্বাচনী হালচাল ওয়ার্ড নং ৯: নবীগঞ্চ পৌরসভার কাউন্সিলর আলা্উদ্দিনের পক্ষে গণজোয়ার

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ে এসিল্যান্ড উর্মির মোবাইল কোর্টে পোড়ানো হয়েছে ৩০ হাজার মিটার কুনি জাল