বানিয়াচংয়ে হাটবাজারে উপচে পড়া ভীড়,মানা হচ্ছেনা শারীরিক দুরত্ব

শাহরিয়ার বিলাস(বানিয়াচং থেকে) : সামাজিক দূরত্ব রক্ষা সহ নানান শর্তসাপেক্ষে সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে সরকার।তবে এসব নির্দেশনা সাধারণ মানুষকে মেনে চলার জন্য প্রশাসনের কর্মকর্তারা মাঠে কাজ করলেও সাধারণ মানুষরা আইন মানছে না। পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে মাঠে কর্মরত বিভিন্ন আইনশৃংখলা বাহিনীকে।

১৩মে বুধবার দুপুরে বানিয়াচং এর বড়বাজারে সরেজমিনে ঘুরে দেখা যায় শপিং মার্কেট গুলোতে রয়েছে মানুষের উপচে পড়া ভীড়,নেই সামাজিক দূরত্ব।

এক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে কথা বললে প্রকাশ পায় তাদের উদাসীনতা। তারা যেন বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন দেশের আইনকে। প্রশাসন কর্তৃক জানা যায়,বাজার কমিটিকে দোকান যথা সময়ের মধ্যে বন্ধ রাখার আহ্বান করা হয়েছে,অন্যতায় অতিশীঘ্রই প্রশাসন বাজারগুলোতে সামাজিক দূরত্ব রক্ষার্থে অভিযান পরিচালনা করবে এবং প্রশাসনিক ক্ষমতাবলে আইন অমান্য কারী দোকানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে ইউএনও পদ্মাসন সিংহ:ব্যবসায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা

বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন’র কাউন্সিল: সভাপতি আরজু, তাওহীদুল সেক্রেটারী

বানিয়াচংয়ে ভুমিহীন সাদিয়ার ঘর জা’য়ের দখল,রক্তপাতের সম্ভাবনা

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান