বানিয়াচং সংবাদদাতা!! হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফেইজবুক স্ট্যাটাস দেখে কুতুবখানী গ্রামের হতদরিদ্র ৬ পরিবারের পাশে দাড়ালেন স্টার ফ্যাশনের এর কর্ণধার, ছাত্রলীগ নেতা রিপন খান । তিনি নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী চাল ৫ কেজি, ডাল ১কেজি, সয়াবিন ১ কেজি,পিয়াজ,১ কেজি, আলু ২ কেজি, লবন ১ কেজি উপহার দিলেন। সোমবার (১০ মে) ওই সামগ্রী উপহার দেয়া হয়
উক্ত ত্রান বিতরনে অংশ গ্রহন উপস্থিত ছিলেন প্রভাকর ষ্টাফ রিপোর্টার মাজহারুল ইসলাম অপু বানিয়াচং করোনা প্রতিরোধ সচেতন নাগরিক কমিটি ও সমাজকর্মী তৌহিদুর রহমান পলাশ, প্রভাকর বানিয়াচং প্রতিনিধি মোক্তাদির হাসান সেবুল তরুণ সেচ্ছাসেবক শাকিল আহমেদও জাকির হোসাইন সৌরভ।
এর আগেও রিপন খান বানিয়াচং উপজেলা বিভিন্ন পাড়া মহল্লায় শতাদিক পরিবারে মধ্যে এই উপহার সামগ্রী বিরতন করেছেন। এসময় রিপন খান বলেন করোনা ভাইরাস সক্রামণ না হওয়া পর্যন্ত তার এই কার্যক্রম চলমান থাকবে।
বানিয়াচংয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ছাত্রনেতা রিপন
