বানিয়াচংয়ে পল্লী বিদ্যুতের বৈরী আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী

আনোয়ার হোসেন(অনুসন্ধান স্টাফ)হবিগন্জের বানিয়াচং পল্লী বিদ্যুতের বৈরী আচরনে অতিষ্ট এলাকাবাসী।সরেজমিনে দেখা যায় ১১মে রোজ সোমবার ইফতারের পর থেকে মধ্য রাত পর্যন্ত ঘন ঘন বিদ্যুত চলে যাচ্ছে, আবার ফিরে আসছে এতে করে বিদ্যুতের এমন বেলকি বাজিতে অতিষ্ট হয়ে পড়েছেন সাধারন মানুষেরা।

প্রচন্ড গরমে বিদ্যুতের কেন এমন বৈরী আচরন এনিয়ে এলাকায় চলছে ব্যাপক গুন্জন।একে তো পবিত্র রমজান মাস অপরদিকে করোনার ভয়াল পরিবেশে এ যেন এক নতুন নাটক বিদ্যুত কর্তৃপক্ষের।

এলাকাবাসী জানায় নব্য ডিজিএম প্রকৌশলী ইসমত কামাল বানিয়াচংয়ে যোগদান করার পর থেকেই বিদ্যুতের এমন সমস্যা সৃষ্টি হয়েছে।ইতি পূর্বে ও ওই কর্মকর্তার বিষয়ে বিভিন্ন স্থানীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়

।এ বিষয়ে বার বার বানিয়াচং পল্লী বিদ্যুত অফিসে ফোন করলে কল রিসিভড হয়নি।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

সাংবাদিক পুলিশ একে অপরের সহযোগী : বানিয়াচং থানার ওসি এমরান হোসেন

সাংবাদিক ফখরুল দৈনিক অনুসন্ধানের হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত

ভূল বিকাশ নম্বরে চলে যাওয়া টাকা পুলিশ সুপারের হস্তক্ষেপে উদ্ধার