ঢাকায় ভালো নেই সিলেটের দিনমজুর সাধারন মানুষেরা,দেখা দিয়েছে খাদ্য সংকট
খোরশেদ আলম(অনুসন্ধান স্টাফ)ঢাকায় ভালো নেই সিলেটের খেটে খাওয়া দিনমজুর সাধারন মানুষেরা।করোনার করালঘাতে এখন গৃহবন্ধি ওইসব মানুষ,সরেজমিনে দেখা যায়- ঢাকার, মুগদা, বাসাবো, মগবাজার, মালিবাগ, কাওরানবাজার, মিরপুর, সাভার,গাজীপুর,নারায়ণগঞ্জ ওইসব এলাকায় বসবাসকারী সিলেটি মানুষেরা রয়েছেন খাদ্য সংকটে।
গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে লাভলী আক্তার জানান আজ অনেক দিন যাবত আমার স্বামীর কোন প্রকার কাজ কর্ম না থাকায় রয়েছি বিপাকে।এদিকে আবার বাড়ির মালিকের ঘর ভাড়ার তাগিদে আমরা প্রায় দিশেহারা।যাত্রা বাড়ী এড়িয়ার পপি আক্তারের ও একই অবস্তা বলে ব্যখ্যা করেন।অথচ ওইসব এলাকায় প্রতিদিন ত্রান বিতরন হয়,কিন্ত আমরা স্তানীয় নই বলে ওইসব ত্রান থেকে বঞ্চিত। সিলেটে বসবাসরত
সাংস্কৃতিক জগতের কিছু নাট্যকর্মীরা বলেন আমরা আছি মহা বিপদে, চাইতেও পারিনা খাইতেও পাইনা।তাই ওইসব এলাকায় সরকারী ত্রানের দাবী জানান দিনমজুরেরা