বানিয়াচংয়ে আনসার ও ভিডিপির উদ্যোগে ৩ শত সদস্যকে ত্রাণ সহায়তা

এস এম সোমা, অনুসন্ধান ষ্টাফ ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হতদরিদ্র ৩ শত সদস্যকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
বাহিনীর মহাপরিচালকের নির্দেশে সিলেট রেঞ্জ কমান্ডারের স্বদি”্ছায় ও হবিগঞ্জ জেলা কমান্ডেন্ট তানজিনা বিনতে এরশাদের তত্বাবধানে এবং বানিয়াচং উপজেলা আনসার ও ভিডিপি অফিসের সহায়তায় উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া বাহিনীর অতদরিদ্র সদস্যদের মাঝে অত্যন্ত সুশৃঙ্খলভাবে মঙ্গলবার (৫ মে) সকাল ১০ টায় স্থানীয় আনসার ও ভিডিপি অফিসের সামনে খাদ্য সামগ্রীগুলো বিতরন করেন বানিয়াচং আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আতাউর রহমান, প্রশিক্ষক সনজিত কুমার ও প্রশিক্ষিকা স্মৃতি রানী বীর ।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক অনুসন্ধান (অনলাইন) পত্রিকার সম্পাদক ও প্রকাশক জীবন আহমেদ লিটন, সাংবাদিক শেখ জোবায়ের জসীম, আনসার ও ভিডিপির, ইউনিয়ন দলনেত্রী রোহেনা আক্তার চৌধুরী, দিলোয়ার হোসেন, এনায়েত হোসেন,মাহতাব হোসেন, ফাতেহা আক্তার, সিজিল মিয়া, লুৎফুননেছা প্রমুখ।
সদস্যদের উপহার দেয়া খাবার সামগ্রীগুলো হলো, চাল, ডাল, তেল, আলো, সাবান ও মাস্ক।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

যুগান্তর’র বানিয়াচং প্রতিনিধি হলেন সাংবাদিক জীবন আহমেদ লিটন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবস পালিত

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচংয়ের বিশিষ্ট মুরুব্বী সঈদ আলী আর নেই, এমপি আব্দুল মজিদ খানের শোক