বানিয়াচংয়ে বেপরোয়া টমটম মিশুক চালকরা : বাড়ছে করোনা ঝুঁকি

ষ্টাফ রিপোর্টার : হবিগন্জের বানিয়াচংয়ে বিভিন্ন হাট বাজারে বেপরোয়া হয়ে উঠেছে টমটম ও মিশুক চালকরা।কোন প্রকার সরকারী বিধিনিষেধ না মেনেই বেড়িয়ে পড়ছে বিভিন্ন হাটবাজারের অলিগলিতে যাত্রী বোঝাই করে ওইসব বিপদগামী যানবাহন।

বানিয়াচং উপজেলা সদরে ওইসব ব্যাটারীচালিত ক্ষুদে মিশুক দিয়ে ডুকছে বিভিন্ন এলাকা থেকে বহিরাগত মানুষের দল।এতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা ঝুঁকি। সচেতন মানুষজন রয়েছেন আতঙ্কে।

অপরদিকে করোনা থেকে সাধারন মানুষকে রক্ষা করতে নিজেদের জীবন বাজি রেখে  মাঠে কাজ করছেন বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

তারপরও কিছু অসচেতন চালকরা সরকারী নিষেধ অমান্য করে রাস্তায় নামছে ওইসব নিষিদ্ধ যানবাহন নিয়ে। ফলে হাটবাজারে প্রতিদিনই বাড়ছে বিভিন্ন বহিরাগত মানুষের সমাগম।এর জন্য বানিয়াচংবাসীকে দিতে হয় নাকি চরম ভুলের মাশুল।  তাই ওইসব অটোরিক্সা মিশুক যানবাহন বন্ধ করতে প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন বানিয়াচংবাসী।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

ছোট ভাইয়ের পিটুনির সিসি ফুটেজ ভাইরাল, বানিয়াচংয়ে মুবিন আত্মহত্যার রহস্য উন্মোচন

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

বানিয়াচং বড়বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

বানিয়াচং টু নবীগঞ্জ সড়কে গণডাকাতি : আহত ১০ যাত্রী

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান