করোনায় পুলিশের উপ-পরিদর্শকের প্রাণহানি : এ নিয়ে পুলিশ সদস্য মৃত্যুর সংখ্যা ৪

অনুসন্ধান ডেস্ক :করোনাভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য। ফলে এখন পর্যন্ত এই রোগে ৪ পুলিশ সদস্য মারা গেলেন। শুক্রবার (০১ মে) সকালে সেন্ট্রাল পুলিশ হাসপাতালে তিনি মারা যান।

তার নাম নাজির উদ্দিন (৫৫)। পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চ (এসবি) উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন তিনি।

সেন্ট্রাল পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি হাসান-উল-হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৬ এপ্রিল থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন নাজির।

ডিআইজি বলেন, “আজ (শুক্রবার) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।”

 

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

১৫ নভেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কিনা সিদ্ধান্ত শীঘ্রই-ডা. দীপু মনি

বানিয়াচং সোনালী ব্যাংক ম্যানেজার স্বাক্ষর রায় করোনায় আক্রান্ত

বানিয়াচংয়ের হাওরে নেই পানি নেই দেশীয় মাছ, বেশি দামে বিক্রি হচ্ছে হাইব্রিড মাছ

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান