দৈনিক সময়ের আলোর নগর সম্পাদকের মৃত্যুতে বানিয়াচং প্রেসক্লাবের শোক

বানিয়াচং প্রতিনিধি ॥ দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ও চীফ রিপোর্টার হুমায়ন কবির খোকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বানিয়াচং প্রেসক্লাব। নেতৃবৃন্দগন বলেন, প্রানঘাতী করোনায় মৃত্যুবরনকারী প্রথম সাংবাদিক হুমায়ুন কবির খোকন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত করোনার পুরো সময় জুড়ে সাংবাদিকায় কর্মব্যস্ত ছিলেন। করোনাযুদ্ধের ফ্রন্ট লাইনের যোদ্ধা হুমায়ুন কবিরের মৃত্যুতে পুরো দেশের সাংবাদিক সমাজ শোকাহত। প্রেসক্লাব নেতৃবৃন্দ করোনায় মৃত্যুবরনকারী খোকনের পরিবারের পাশে দাড়াতে সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।

এক বিবৃতিতে বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি হেমায়েত আলী খান, সহ সভাপতি দেওয়ান শোয়েব রাজা, সাধারন সম্পাদক খলিলুর রহমান খলিল, সিনিয়র সদস্য দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আজিমুল হক স্বপন, দৈনিক ভোরের কাগজ ও প্রতিদিনের বানী প্রতিনিধি জীবন আহমেদ লিটন দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, আব্দুল হক মামুন, দৈনিক সময়ের আলো প্রতিনিধি মো. আশিকুল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতি ও খোয়াই প্রতিনিধি শিব্বির আহমমেদ আরজু, দৈনিক সমকাল ও আমার হবিগঞ্জের বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, সিলেটভিউ প্রতিনিধি প্রভাষক মোঃ জসিম উদ্দিন, বিজয় প্রতিধ্বনী প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক ডেসটিনি প্রতিনিধি আব্দাল মিয়া, বাংলাদেশ টুডে প্রতিনিধি আতাউর রহমান মিলন, দৈনিক খোয়াই প্রতিনিধি সাহিদুর রহমান, বাংলা টিভি প্রতিনিধি আল আমীন খান, এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আল-হাদী, আজহার উদ্দিন শিমুল ও দৈনিক আমার হবিগঞ্জ প্রতিনিধি তানজীল হাসান সাগর মরহুমের বিদেহী আত্থার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 উল্লেখ, সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক ও ঢাকা রিপোটার্স ইউনিটির সিনিয়র সদস্য হুমায়ুন কবির খোকন করোনায় আক্রান্ত হয়ে গত মঙ্গলবার রাত ৯ টায়  রাজধানীর উত্তরা রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

বানিয়াচংয়ে জার্মান প্রবাসী চনু’র উদ্যোগে পৌণে ৩ শ মানুষকে খাদ্য উপহার

যে যেখানে আছেন সেখানেই অবস্থান করুন-ওসি এমরান : বানিয়াচংয়ে ট্রাকভর্তি লোক আটক

বানিয়াচংয়ে দুঃস্থ সেনা বীর মুক্তিযোদ্ধাকে বাসস্থান উপহার