দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫৬৪ , মৃত্যু ৫ ও সুস্থ্য হয়েছেন ১০ জন

অনুসন্ধান ডেস্ক ॥ সারাদেশে গত বুধবার (২৯ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫৬৪ জন।  ৩০ এপ্রিল ২০২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৬শত ৬৭ জনে।

একই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫  জনের মৃত্যু হয়েছে। সর্বমোট মৃত্যুর সংখ্যা ১ শত ৬৮ জন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য প্রেস ব্রিফিংয়ের পক্ষ থেকে উপরোক্ত তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

বুলেটিনে আরও জানানো হয় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন, এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬০ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৪৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়দের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী।

বয়সের ভিত্তিতে বিশ্লেষন করে তিনি বলেন,  ২৪ ঘণ্টায় মারা যাওযা ব্যক্তিদের মধ্যে ষাটোর্ধ্ব ২ জন, এবং ৪০ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন রয়েছেন।

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাংবাদিক হুমায়ূন কবির খোকন ও এক পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি ।

Print Friendly, PDF & Email

আরও পড়ুন...

এক বছরে বাংলাদেশে ৭২টির বেশি সোলার পাওয়ার প্রকল্প বাস্তবায়ন হুয়াওয়ের

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান

এমসি কলেজে গণধর্ষণের প্রতিবাদে ঢাকাস্হ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের মানববন্ধন

উন্নত দেশ বিনির্মাণে বীমা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, ইউএনও মাহবুবুর রহমান

অনলাইন ডেস্ক, দৈনিক অনুসন্ধান