বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৪ নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন প্যানেল চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন। মঙ্গলবার (০১ অক্টোবর) তাকে এ আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। ছাত্র-জনতা হত্যা মামলার আসমী চেয়ারম্যান আনোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হলেন মামুন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন জাতীয়তাবাদী ছাত্রদলের বানিয়াচং উপজেলা শাখার সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক এবং ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ৩ বারের ইউপি সদস্য। তিনি দায়িত্ব পালনে সকলের নিকট দোয়া চেয়েছেন।