লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘সংবর্ধনা’ পেলো নেক্সাস টেলিভিশনের উপস্থাপক এবং বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাধারণ সম্পাদক আমিন ইকবাল ও জাতীয় দৈনিক খোলা কাগজের সহ-সম্পাদক শিপার মাহমুদ (জুম্মান)। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লাখাই উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা প্রেসক্লাবে সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন , সংগঠনটি সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মহসিন সাদেক, সহ-সভাপতি সেলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আহমাদ (বিজয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন তালুকদার, নির্বাহী সদস্য জিহাদ কামাল খোকন, আব্দুল হান্নান, এসএম যুবায়ের ও সজল গোপ প্রমুখ।
আলোচনা শেষে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যরা সংবর্ধিত ২ সাংবাদিক হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।