স্টাফ রিপোর্টার :। হবিগন্জের মাধবপুরে গলায় ফাঁস লাগিয়ে এক যুবতী আত্মহত্যা করেছে।( বৃহস্পতিবার) দুপুরে জগদীশপুর চা বাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানের মনু মিয়ার মেয়ে সুমাইয়া আক্তার ( ১৭) নিজ ঘরে গলায় রশি লাগিয়ে আত্মহত্যার করে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগন্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করে।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগন্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা হয়ে থাকতে পাড়ে।