31 C
dhaka
বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৮
দৈনিক ঢাকার সংবাদ

২০২০ সালে বলিউডে মুক্তি প্রতীক্ষিত ছবি

গেল বছর বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকেও ওয়েবের ধকল সইতে হয়েছে। সিনেমাহলে ছবি মুক্তি দিয়ে সুবিধা করতে পারেনি কোনো ছবি।

বছরের শেষ দিকে ‘দাবাং থ্রি’ মুক্তির প্রথম সপ্তাহে একশ কোটি রুপির ক্লাবে পা রাখলেও দ্বিতীয় সপ্তাহে ছবিটির পথচলা শ্লথ হয়ে যায়। এর কারণ ওয়েব সিরিজ। ওয়েব মাধ্যমে নিত্য নতুন সিরিজগুলোর আগমনে সিনেমাহলে দর্শকদের ভিড় তেমন আর লক্ষ্য করা যায় না। এসব ওয়েব সিরিজে অভিনয়ও করেন বলিউডের বড় বড় তারকা।

এতকিছুর পরও নতুন বছর বিগ বাজেটের কিছু ছবি মুক্তির জন্য প্রস্তুত করছে প্রযোজকরা। তার মধ্যে অন্যতম হচ্ছে দীপিকা পাড়ুকোনের ‘ছ্যাপাক’। বছরের শুরুতেই এ ছবি নিয়ে এক ভিন্ন লুকে দর্শকের সামনে হাজির হচ্ছেন এ নায়িকা।

এসিডদগ্ধ লক্ষ্মী আগারওয়াল এর জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ ছবিতে লক্ষ্মীর চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ছবিটি ১০ জানুয়ারি মুক্তি পাবে। পাশাপাশি একই দিনে মুক্তি পাবে অজয় দেবগন, কাজল ও সাইফ আলী খান অভিনীত ঐতিহাসিক গল্প নিয়ে নির্মিত ছবি ‘তানজি : অ্যান আনসাং ওয়ারিয়র’। এ ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর অজয়-কাজল দম্পতিকে একসঙ্গে দেখা যাবে।

চলতি মাসে বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুরকে আবারও দেখা যাবে একসঙ্গে। নাচের গল্প নিয়ে নির্মিত ‘স্ট্রিট ড্যান্সার’ নামে একটি ছবিতে এ জুটি থ্রি ডাইমেনশনে উপস্থিত হবেন। বলিউডের ব্যবসা সফল ছবির নির্মাতা রোহিত শেঠির ‘পুলিশ অফিসার’-এর সিক্যুয়ালে আবারও পুলিশ হয়ে পর্দায় আসছেন অক্ষয় কুমার।

মার্চে মুক্তি প্রতীক্ষিত ‘সুরাইয়াবানসি’ ছবিতে পুলিশ রূপে দেখা মিলবে এ নায়কের। এ ছবিটি নিয়ে পরিচালক অনেক আত্মবিশ্বাসী। এ বছর ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ ক্রিকেট জয়ের গল্প নিয়ে নির্মিত ‘এইট্টি থ্রি’ ছবিতে একসঙ্গে দেখা যাবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে।

এপ্রিলে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে রণবীরকে দেখা যাবে ভারতের প্রখ্যাত ক্রিকেটার কপিল দেবের চরিত্রে। চলতি বছরের শেষে চমক দিতে পর্দায় আসবেন মি. পারফেকশনিস্টখ্যাত অভিনেতা আমির খান। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড সুপার স্টার টম হাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক গল্পে নির্মিত ‘লাল সিং চদ্দা’ নামে ছবিতে দেখা মিলবে আমিরের। এ ছাড়া রয়েছে অমিতাভ বচ্চনের ছবি। নাম ‘গুলাবো-সিতাবো’।

এ ছবি শুটিংয়ের সময় টুইটারে এক পোস্টের অমিতাভ লিখেছেন- ‘অনেক হল, এবার বিশ্রাম দরকার।’ মূলত অভিনয় থেকে বিদায় জানানোর ইঙ্গিতই দিয়েছেন বলিউডের এ প্রখ্যাত অভিনেতা। তবে তার হাতে আরও একটি ছবি রয়েছে। সেটার শুটিং শেষেই হয়তো দীর্ঘদিনের ক্যারিয়ারে ইতি টানতে পারেন তিনি।

এ ছাড়া বছরের অন্যান্য সময় অমিতাভ বচ্চনের পাশাপাশি বলিউডের অন্য অভিনেতা-অভিনেত্রীর ছবি মুক্তি পাবে। তবে এ বছর শাহরুখ খানের কোনো ছবি মুক্তির তালিকায় এখনও পর্যন্ত আসেনি।

যদিও গত বছর তিনি নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। তবে কবে নাগাদ সেটার কাজ শুরু করবেন তা স্পষ্ট করে বলেননি। পাশাপাশি সালমান খানও নতুন কোনো ছবি মুক্তির ঘোষণা দেননি।

আরও পড়ুন...

দেড় হাজার শ্রমিক নিয়ে চট্টগ্রামে ব্যবসায়ী কন্যার গায়েহলুদ

অনলাইন ডেস্ক

সাঈদ খোকনের সমর্থন পাবেন, আশা তাপসের

অনলাইন ডেস্ক

আ’লীগের সভাপতির নাম নেই ৯ হত্যা মামলায়, বিএনপিতে চরম অন্তকোন্দল

অনলাইন ডেস্ক