27 C
dhaka
বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:২৩
দৈনিক ঢাকার সংবাদ

সাঈদ খোকনের সমর্থন পাবেন, আশা তাপসের

মনোনয়ন পাওয়ার পর দুই মেয়রপ্রার্থীর হাত উঁচু করে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: প্রথম আলো মনোনয়ন পাওয়ার পর দুই মেয়রপ্রার্থীর হাত উঁচু করে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: প্রথম আলো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন শেখ ফজলে নূর তাপস। ফলে বাদ পড়েছেন বর্তমান মেয়র সাঈদ খোকন, যিনি গতবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

দলীয় মনোনয়ন পাওয়ার পর স্বাভাবিকভাবেই সাংবাদিকেরা তাপসের কাছে জানতে চান, তিনি বর্তমান মেয়র সাঈদ খোকনের সমর্থন প্রত্যাশা করেন কি না? জবাবে তাপস বলেন, ‘আশা করি উনি (সাঈদ খোকন) আমাকে সমর্থন করবেন।’ আরেক প্রশ্নের জবাবে তিনি দলের নেতা–কর্মীদের ঐক্যবদ্ধভাবে সিটি নির্বাচনে কাজ করার আহ্বান জানান।

আজ রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে মেয়র পদে দক্ষিণে তাপস ও উত্তরে আতিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হন এই দুই মেয়রপ্রার্থী।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুই মেয়রপ্রার্থী মনোনয়নের জন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের মনোনয়ন বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ফজলে নূর বলেন, তাঁর কাজের অনুপ্রেরণা আনিসুল হক। তাঁর কথা তুলে ধরে তাপস বলেন, ‘আনিসুল হক অল্প সময়ে প্রমাণ করেছিলেন, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে মানুষের দরজায় কীভাবে পৌঁছানো সম্ভব। সেটাকে পুঁজি করে কাজ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা উন্নত বাংলাদেশের জন্য কাজ করে চলেছেন। উন্নত বাংলাদেশের জন্য একটি উন্নত রাজধানীর প্রয়োজন। সেই উন্নত রাজধানী গড়ার লক্ষ্যে কাজ করব।’

তাপস বলেন, ঐতিহ্যবাহী পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ, পুরান ঢাকার অধিবাসীদের দীর্ঘদিনের অবহেলা ঘুচিয়ে একটি উন্নত রাজধানী করা হবে। যেখানে সব নাগরিকের জন্য সুযোগ-সুবিধা থাকবে।

আতিকুল ইসলাম বলেন, উপনির্বাচনের পর তিনি নয় মাস সময় পেয়েছেন। তাঁর দাবি, সেদিন থেকে একটি দিনও সময় নষ্ট করেননি তিনি।

মেয়র পদে মনোনয়ন পাওয়ায় তাপসকে অভিনন্দন জানান আতিক।

আরও পড়ুন...

আ’লীগের সভাপতির নাম নেই ৯ হত্যা মামলায়, বিএনপিতে চরম অন্তকোন্দল

অনলাইন ডেস্ক

বানিয়াচংয়ে বিদ্যুতের লোডশেডিং সংক্রান্ত মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক

নবীগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

অনলাইন ডেস্ক